লুহানস্কের প্রসিকিউটর জেনারেলকে হত্যা, অভিযোগের তীর কিয়েভের দিকে

লুহানস্কের প্রসিকিউটর জেনারেল এবং তার ডেপুটিকে এক বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়েছে। অঞ্চলটির রাজধানীতে শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ অঞ্চলটিকে গত ফেব্রুয়ারি মাসে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর কর্মকর্তারা সকলেই রুশপন্থী। প্রসিকিউটর জেনারেলের মৃত্যুর পর এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে লুহানস্কের কর্মকর্তারা। এ খবর দিয়েছে আরটি। খবরে জানানো হয়, স্বঘোষিত লুহানস্ক রাষ্ট্রের প্রধান লিওনিদ পাসেচনিক প্রসিকিউটর জেনারেল ও তার ডেপুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। একে তিনি সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে এর জন্য তিনি কিয়েভকে দায়ী করে বলেন, তারা সব ধরণের রেড লাইন অতিক্রম করেছে। এই ঘটনা আরও একবার নিশ্চিত করলো যে, বর্তমান শাসকগোষ্ঠীর অধীনে ইউক্রেন একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র ছাড়া কিছুই নয়।

এই বোমা হামলার সঙ্গে যুক্তদের ধরতে লুহানস্কের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে।

নিহত প্রসিকিউটর জেনারেলের নাম সের্গেই গোরেঙ্কো। বিস্ফোরণে নিহত হয়েছেন ডেপুটি প্রসিকিউটর জেনারেল একাটেরিনা স্টেগলেঙ্কো। তাদের কার্যালয়েই এই বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বাড়িতে তৈরি একটি বোমা দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পরপরই সামাজিক মাধ্যমে এর একাধিক ছবি প্রকাশিত হয়। এতে দেখা যায় ভবনের তৃতীয় তালার কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে।