৬ ঘন্টা জেরার মুখে নোরা

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় এবার জেরার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বৃহস্পতিবার হাজিরা দিতে গেলে এই অভিনেত্রীকে একটানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। নোরার দাবি, সুকেশের সঙ্গে তার কখনও দেখা হয়নি। পিঙ্কিকেও চেনেন না তিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। এদিকে নোরার বোনের স্বামী স্বীকার করেছে, তাকে ৬৫ লাখ টাকার বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন সুকেশ। তার সঙ্গে নোরার কী যোগ, তা-ও খুঁজে দেখছে দিল্লি পুলিশ।