তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থন করলো রাশিয়া। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ‘মস্কো-বেইজিং গলায় গলায় ভাব’-এর প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনলাইন টিআরটি এ খবর দিয়ে বলেছে, বৈশ্বিক এবং আঞ্চলিক স্থিতিশীলতায় মস্কো বেইজিং এই সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উজবেকিস্তানের রাজধানী সামারখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একথা বলেন পুতিন। এ সময় তিনি একমুখী বিশ্ব সৃষ্টির প্রচেষ্টার কড়া সমালোচনা করেন। ইউক্রেন ইস্যুতে চীনের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই দুই নেতার মধ্যে এটাই মুখোমুখি প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অবস্থান প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, তারা সম্প্রতি একমুখী বিশ্ব সৃষ্টির উদ্যোগ নিয়েছে। তাদের এই কর্মকাণ্ড নোংরা এবং একেবারেই অগ্রহণযোগ্য।
প্রেসিডেন্ট শি জিনপিংকে পুতিন বলেন, ইউক্রেন সংকটে চীনের বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করি আমরা। ইউক্রেন ইস্যুতে চীন কিছু ইস্যু সামনে তুলে ধরতে পারে। সেসবের সুনির্দিষ্ট বর্ণনা না দিয়ে পুতিন আরও বলেন, আমরা আপনাদের উদ্বেগের বিষয় বুঝতে পারি। আমরা ওয়ান চায়নার মূলনীতির প্রশংসা করি। যুক্তরাষ্ট্রের উস্কানি এবং তাইওয়ান প্রণালীতে তাদের স্যাটেলাইটের নিন্দা জানাই। পুতিন এসসিওকে বৈশ্বিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান। আশা প্রকাশ করেন বৃহস্পতিবারের বৈঠক চীন-রাশিয়া অংশীদারিত্বকে শক্তিশালী করবে।
জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, একে অন্যের মূল স্বার্থকে সমর্থন দিতে মস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। গভীর করতে চায় সহযোগিতাভিত্তিক বাণিজ্য, কৃষি, সংযুক্তি ও অন্যান্য ক্ষেত্র।











