ভারতের এ্যাপোলো হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা সম্পর্কে চবিতে মতবিনিময় সভা

ভারতের এ্যাপোলো হাসপাতালে বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা সেবা এবং বিশেষ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ২০২২ দুপুর ১২:০০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাথে এ্যাপোলো হাসপাতালের একটি প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন এ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল পেশেন্ট ডিভিশনের ভাইস-প্রেসিডেন্ট ড. জিতু জোস, ম্যানেজিং ডাইরেক্টর এন্ড চেয়ারম্যান জনাব শফিক আজম এবং সেন্টার প্রধান জনাব সানজিদা সাঈদ। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি চিকিৎসা অনুষদের ডিন প্রফেসর ডাঃ সাহেনা আক্তার। মতবিনিময় সভায় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে ভারতের এ্যাপোলো হাসপাতালের প্রতিনিধি দলকে চবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্র ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য, শিল্প-স্বাস্থ্য, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার হৃদ্যতাাপূর্ণ সম্পর্ক বিরাজমান। আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় ও চিকিৎসা সেবার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাছাড়া ভারতের বিভিন্ন হাসপাতালে জটিল ও কঠিন রোগের চিকিৎসার ব্যাপারে মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় অতিথিবৃন্দকে মাননীয় উপাচার্য উপহার সামগ্রী প্রদান করেন এবং অতিথিবৃন্দও মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট এবং উপহার প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ভারতের এ্যাপোলো হাসাপাতালের আধুনিক চিকিৎসা সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরেন এবং চবি পরিবারের সদস্যবৃন্দকে ভারতে চিকিৎসার ব্যাপারে তাঁদের সাথে যোগাযোগ করা সাপেক্ষে সঠিক দিক নির্দেশনা প্রদানে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে মতবিনিময় সভায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। উপস্থিত প্রতিনিধি দল সভায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।