চবি ইংরেজি বিভাগের উদ্যোগে ‘Current Trends and Challenges in English Studies’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:৩০ টায় উক্ত বিভাগের হল রুমে ‘Current Trends and Challenges in English Studies’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, প্রফেসর ড. জাহাঙ্গীর বিন সরওয়ার ও প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর ড. মুহাম্মদ রোকন উদ্দীন ও সহকারী অধ্যাপক জনাব শান্তা রাণী বিশ^াস। সেমিনার সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নিম্মী ও সুস্মিতা কর্মকার মিমি।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। উচ্চ শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তির উৎকর্ষতা সাধনে ইংরেজি ভাষার বিকল্প নেই। মাননীয় উপাচার্য বলেন, জ্ঞান-গবেষণায় আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে হলে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। বিশে^র নব নব চ্যালেঞ্জ মোবাবেলায় সক্ষমতা অর্জনে এবং বাংলাদেশকে বিশে^র বুকে তুলে ধরতে হলে আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে প্রাধান্য দিতে হবে। তিনি আরও বলেন, ইংরেজি শুধু একটি ভাষা নয়; এটি উন্নয়ন ও যোগাযোগের অন্যতম মাধ্যম। ইংরেজিতে দক্ষতা ও পারদর্শীতা অর্জনে অধিকতর মনোযোগী হয়ে এ ভাষা চর্চা অব্যাহত রাখার জন্য মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।