ন্যায্য মূল্যে ভালো পণ্য দেবে নীডস ফুড

ভোক্তাদের ন্যায্য মূল্যে ভালো পণ্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে নীডস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে নীডস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিভিন্ন পণ্যের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্যবস্থাপক কামরুল হাসান তালুকদার জানান, বাজারে বিভিন্ন কোম্পানির পণ্য থাকলেও এসব পণ্যের মান কিংবা দাম নিয়ে ভোক্তাদের মধ্যে সংশয় আছে। পণ্যের মান ও দাম নিয়ে ভোক্তাদের সব ধরনের সংশয় দূর করবে নীডস ফুডের পণ্য।

তিনি বলেন, সয়াবিন তেল, সরিষার তেল, পাম অয়েল, আটা, ময়দা, চাল, হলুদ, মরিচ, টয়লেট ক্লিনার, ডিশ ক্লিনার থেকে শুরু করে সব ধরনের নিত্য পণ্যই বাজারজাত করবে নীডস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ন্যায্য মূল্যে ভালো পণ্যই গ্রাহকের হাতে তুলে দেবো আমরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লায়ন কামরুন মালেক, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসাইন, শিল্পপতি একরামুল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী রিজিয়া রেজা চৌধুরী, লায়ন জিকে লালা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবু আহমেদ জুনু, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, বাশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী।

উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের জিএম কামরুল আহসান, রুপালী ব্যাংকের ডিজিএম মুহাম্মদ শাহ জাহান চৌধুরী, ক্যাপ্টেন ওয়াসিম মাকছুদ, লায়ন আবুল কাশেম, লায়ন আবু নেছার রনি, নুরুল কবির বাদশাহ, সাইফুদ্দিন সালাম মিঠু, অ্যাডভোকেট এ কে পারভেজ তালুকদার, মোহাম্মদ আয়ূব চৌধুরী, রাশেদুল আরেফীন জিশান প্রমূখ।