ব্যবসা একীভূত করতে টেলিনর-আজিয়াটা আলোচনা

এশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনা নিয়ে মালয়েশিয়ার টেলিকম কোম্পানি আজিয়াটার সঙ্গে বৈঠক করেছে নরওয়ের কোম্পানি টেলিনর।

সোমবার টেলিনরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আজিয়াটার সঙ্গে টেলিনরের চুক্তি হলে কোম্পানি দুটির টেলিকম ও অবকাঠামোগত সম্পদ সম্মিলিতভাবে একটি নতুন কোম্পানির আওতায় চলে যাবে, যে কোম্পানিতে টেলিনরের শেয়ার থাকবে ৫৬ দশমিক ৫ শতাংশ। আর বাকি ৪৩ দশমিক ৫ শতাংশ থাকবে আজিয়াটার দখলে।

তবে শেয়ারের মালিকানা সংক্রান্ত এ তথ্যে পরিবর্তন আসতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

টেলিনরের দেওয়া তথ্য অনুযায়ী, এশিয়ায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আজিয়াটা ও টেলিনর একীভূত হলে সেক্ষেত্রে এই অঞ্চলের ৯টি দেশে সম্মিলিতভাবে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে ৩০ কোটিতে, যা এশিয়ায় তাদের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানিতে পরিণত করবে।

প্রসঙ্গত, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বেশিরভাগ শেয়ারের মালিক টেলিনর। আর দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি রবির বেশিরভাগ শেয়ারের মালিক মালয়েশিয়ার কোম্পানি আজিয়াটা।