জনসনের টিকা পাচ্ছে এনআইডি নেই এ রকম ভাসমান মানুষ

জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই এ রকম চট্টগ্রামের ভাসমান ১ লাখ মানুষ পাবেন জনসন অ্যান্ড জনসনের টিকা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, চট্টগ্রামে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক, জাহাজ-লঞ্চ, বেদে, যাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই এমন ১ লাখ মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। প্রতিদিন ৩ হাজার মানুষ এ টিকা পাবেন। তারা জনসন অ্যান্ড জনসনের একটি ভোজই পাবে।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ১০টায় এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ভাসমানদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার৷ প্রতিদিন ৩ হাজার করে টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।