চীনের লানঝুতে লকডাউন জারি করা

নতুন করে ৪০ লাখ মানুষের শহর লানঝুতে লকডাউন জারি করা হয়েছে। মঙ্গলবার জারি করা এই লকডাউনের কারণে শুধুমাত্র জরুরী প্রয়োজনেই ঘর থেকে বের হতে পারবেন শহরটির বাসিন্দারা। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে বরাবরই সফল চীন। মূলত কঠিনভাবে লকডাউন কার্যকর করার মধ্য দিয়েই দেশটি নিয়ন্ত্রণে রেখেছে ভাইরাসটির বিস্তার। এরই অংশ হিসেবে গাংসু প্রদেশের রাজধানী শহর লানঝুতে লকডাউন দিয়েছে চীন সরকার। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটিতে নতুন করে ৬ জনের কোভিড সনাক্ত হয়েছে। এগুলো করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট।
লকডাউনের ফলে শহরটির বাসিন্দাদের এখন থেকে বাড়িতেই অবস্থান করতে হবে। শহরে প্রবেশ ও শহর ছেড়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরী প্রয়োজনে এবং চিকিৎসা সংক্রান্ত কারণে বাড়ির বাইরে যাওয়া যাবে।

বন্ধ করা হয়েছে বাস ও ট্যাক্সি সার্ভিস। বেইজিং ও শিয়ান শহর থেকে ৭০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। সাউদার্ন এয়ারলাইনসের এক প্রতিনিধি জানিয়েছেন, লানঝুর সকল ফ্লাইটও বাতিল করা হয়েছে। কবে থেকে তা আবার চালু হবে সেটি জানানো হয়নি।