রাউজানে মুখে মাক্স পরা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে মুখে মাক্স পরা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পৃথক পৃথক অভিযানে মুখে মাক্স না পরায় ও সড়ক পরিবহন আইন, অতিরিক্ত মালামাল বোঝাই করার অপরাধে ১৭ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত । গতকাল ২৩ নভেম্বর দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় রাউজান ফকির হাট বাজার ও মুন্সির ঘাটা এলাকায় অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালে মুখে মাক্স না পরায় ও অতিরিক্ত মালামাল বোঝাই, সড়ক পরিবেহন আইনে ১০ জন ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় । অপরদিকে গতকাল ২৩ নভেম্বর দুপুরে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্্যাহ আল মাহমুদ রাউজান থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে দক্ষিন রাউজানের নোয়াপাড়ায় মুখে মাক্স না পরায় ৪ হাজার ২শত টাকা জরিমানা আদায় করে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা ভাইরাস থেকে সাধারন মানুষকে রক্ষার জন্য মুখে মাক্স পরা বাধ্যতামুলক করেছে সরকার । সরকারী নির্দেশনা অমান্য করে মুখে মাক্স না লাগিয়ে হাটবাজার ও সড়কে ও যানবাহনে করে চলাচল কারীদের বিরুদ্বে এই অভিযান প্রতিনিয়ত চলবে।