নগরীতে ফ্রি পাবলিক ওয়াইফাই স্থাপন করুন সুজন

চসিক প্রশাসকের সাথে এডোটকো বাংলাদেশ কোম্পানী লি. কর্মকর্তাদের সাক্ষাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, করোনা মহামারী কালে মোবাইল অপারেটর কোম্পানীগুলো নিম্পৃহ ভূমিকা আমাদের আহত করেছে। আপনারা এমন কিছু করেন যাতে নগরবাসী উপকৃত হয়। তিনি নগরীতে স্মার্ট ল্যাম্প পোল, স্মার্ট বিন, ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবস্থার পাশাপাশি নগরীর সৌন্দর্যবর্ধন ও পাবলিক টয়লেট নির্মাণ করে নগরবাসীর সেবায় এগিয়ে আসার আহবান জানান। প্রশাসক বলেন, চসিক সেবাদানকারী প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এ ক্ষেত্রে আপনাদের সেবা ও ব্যবসায়ের সুযোগ করে দিতে চসিক আগ্রহী। আজ বুধবার দুপুরে টাইগারপাসস্থ চসিক প্রশাসক দপ্তরে রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এডোটকো বাংলাদেশ কোম্পানী লি. এর কর্মকর্তাবৃন্দ সাক্ষাত করতে এলে প্রশাসক এসব কথা বলেন। স্মার্ট ল্যাম্প পোল ও ফ্রি ওয়াইফাই দ্বারা জনগণের স্বাস্থের কোন ক্ষতি হবে কিনা জানতে চাইলে এডোটকোর প্রোডাক্ট মার্কেটিং এর জেনারেল ম্যানেজার রেভেন দেওয়ান বলেন, বিটিসিএল আনবিক শক্তি কমিশনের মাধ্যমে পরীক্ষা করেছে। বলেছেন এতে জনস্বার্থের কোন ক্ষতি হবে না। চট্টগ্রাম নগরীতে টাওয়ার, পাওয়ার এবং স্পেস এর বিষয়ে চসিকের অনুমতি চাইলে প্রশাসক তাদের লিখিতভাবে সকল ডকুমেন্ট সহ প্রস্তাব দেয়ার পরামর্শ দেন। জনস্বার্থে আঘাত আসে এ রকম কোন কার্যক্রমের পক্ষে আমি নই। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, রবি’র রিজিয়নাল অপারেশন জেনারেল ম্যানেজার মো. নাজিবুল হক চৌধুরী, ম্যানেজার মো. তৈয়মুর ইসলাম ও স্টেইকহোল্ডার ম্যানেজার মো. খুরশিদ হাসান উপস্থিত ছিলেন।