মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল হারলেন কারোনার কাছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (৬৭)।

রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই রবিবার দিবাগত রাত ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুন হালিম উকিলের নমুনা পরীক্ষায় ‘কভিড-১৯ পজিটিভ’ ধরা পড়ার পর রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁকে ‘প্লাজমা থেরাপি’ দিয়ে চিকিৎসা চললেও রবিবার রাতে তাঁর মৃত্যু ঘটে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে শেরপুর জেলার অধিবাসী ৬ জনের মৃত্যু ঘটল। তবে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য বুলেটিনে, স্থানীয়ভাবে ৩ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানানো হয়েছে।

বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা আব্দুল হালিম উকিল নালিতাবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন ছাড়াও তিঁনি ছিলেন ওই পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান। এছাড়া তিনি ইউপি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হালিম উকিল নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১১ নং সেক্টরের এই অকুতোভয় মুক্তিসৈনিক বিভিন্ন সম্মুখ সমরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। স্পষ্টভাষী, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচতি হালিম উকিল ঐতিহাসিক কাটাখালি যুদ্ধে কমান্ডর শহীদ নাজমুলের সহযোদ্ধা ছিলেন। ৬ জুলাই কাটাখালি যুদ্ধ দিবসের প্রাক্কালে তিঁনি চিরনিদ্রায় শায়িত হলেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শেরপুরে শোকের ছায়া নেমে আসে।