স্পেনে ২ লাখ মানুষের বিরুদ্ধে কঠোর লকডাউন

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়ার লিদিয়া শহরের কাছে কঠোর লকডাউন দেয়া হয়েছে দুই লাখ মানুষের বিরুদ্ধে। সেখানে করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়, আরোপিত লকডাউনের অধীনে শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে কেউ ওই অঞ্চলে প্রবেশ করতে বা ওই অঞ্চল থেকে বের হতে পারবেন না। এই নির্দেশ অব্যাহত থাকবে। আকস্মিকভাবে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে বলে লন্ডন থেকে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক নাদিম বাবা। বৃহস্পতিবার লিদিয়া অঞ্চলে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৩৫৫১ জন। কিন্তু শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৩৭০৬।
এর পরই এমন সিদ্ধান্ত আসে।