জর্ডানকে আল-ঘামর ছিটমহল ফিরিয়ে দিয়েছে ইসরায়েল

জর্ডানকে তার আল-ঘামর ছিটমহল ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। ১৯৯৪ সালে স্বাক্ষরিত হওয়া চুক্তি অনুযায়ী এটি জর্ডানকে দিয়ে দিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এরপর ২৫ বছর অর্থের বিনিময়ে এ ছিটমহলে চাষাবাদ করার বিষয়ে জর্ডানের সঙ্গে চুক্তি করে দেশটি। ২০১৮ সালে জর্ডান জানিয়ে দেয় যে, এই চুক্তি তারা আর বাড়াতে চায় না। এ বছরের ৯ নভেম্বর ইসরায়েলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। এরইমধ্যে এটি জর্ডান কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়ার সকল প্রস্তুতি নিয়েছে ইসরায়েল।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে নানা দ্বন্দ্বের কারণে ইসরায়েলকে আর জমি ব্যবহারের সুযোগ দিতে চায় না জর্ডান। ফলে ১৯৯৪ সালে স্বাক্ষরিত ওয়াদি আরাবিয়া চুক্তি অনুযায়ী নিজেদের ছিট মহল ফেরত চেয়েছে দেশটিও।
দেশটির রাজধানী আম্মানে থাকা ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, ফিলিস্তিন নিয়ে উভয় দেশের মধ্যে চলমান অস্থিরতার কারণে জর্ডানের ভূমি আর ভাড়া নিয়ে ব্যবহার সম্ভব নয়। যথাযথ সময়ে এটি হস্তান্তর করা হবে বলেও জানান ইসরায়েলি রাষ্ট্রদূত।