বাঘাইছড়ি হত্যাকন্ডের অন্যতম পরিকল্পনাকারী আটক

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মহেষপজ্জা এলাকায় আজ ১৯ জুন (বুধবার) ভাের রাতে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়নের নেতৃত্বাধীন লংগদু জোনের একটি অভিযান দল।

জেএসএস (মূল)এর নেতৃস্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে মর্মে সংবাদ পাওয়ার ভিক্তিতে এ অভিযান চালানো হয়।

উক্ত সংবাদের ভিত্তিতে লংগদু সেনা জোনের একটি অভিযান দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশী কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে গহীণ অরণ্যের সুযােগে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে কিরণ বিকাশ চাকমা (৫২) পিতা-আনন্দ মােহন চাকমা, গ্রামঃ মসকুইজ্জাপাড়া,পােঃ দুরছড়ি, ইউনিয়ন, বাঘাইছড়িকে আটক করা হয়।

পরবর্তীতে তার বাড়ি থেকে একটি দেশী তৈরী বন্দুক, ৪ টি মােবাইল ও চাঁদা গ্রহণের রশীদ উদ্ধার করা হয়।

আটককৃত চাঁদাবাজ কিরণ বিকাশ চাকমা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য এবং ১৮ মার্চ ২০১৯ তারিখের বাঘাইছড়ি হত্যাকন্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিল বলে সেনা বাহিনী জানায়।