জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশোভকে আটক করেছে রাশিয়া। মস্কোর এ দাবি নিশ্চিত করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ। বলা হয়েছে, বিশাল আকারের ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করছে রাশিয়ার সেনারা। বার্তা সংস্থা রয়টার্সকে আইএইএ বলেছে, ইহোর মুরাশোভকে জিজ্ঞাসাবাদের জন্য অস্থায়ীভাবে আটক করা হয়েছে। তিনি শুক্রবার বিকেলে ওই বিদ্যুৎকেন্দ্র থেকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। সে সময় তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। এ ঘটনায় রাশিয়ার কাছ থেকে ‘ক্লারেফিকেশন’ দাবি করে জাতিসংঘ। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোএটম বলেছে, ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়া দখল করে নেয়ার ঘোষণা দেয়ার সময় ইহোরকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ আছে ইহোর মুরাশোভকে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের কাছে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র হস্তান্তরে চাপ দিয়ে যাচ্ছিল রাশিয়ানরা। ইনারগোএটমের প্রধান পেত্রো কোতিন বলেন, আমি নিশ্চিত রাশিয়ার এই চাপের বিরুদ্ধে অবস্থান ইহোরের।

উল্লেখ্য, মার্চের শুরু থেকেই জাপোরিঝিয়া পারমাণবিক এই স্থাপনা রয়েছে রাশিয়ার দখলে। কিন্তু তা এখনও পরিচালনা করছেন ইউক্রেনের টেকনিশিয়ানরা।