দেশব্যাপি০৪-১৭অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’প্লাস’ক্যাম্পাইনের প্রস্ততি হিসেবে বন্দর জোনের অধীনস্থ সিইপিজেড এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস’ক্যাম্পাইন-২০২০উদযাপন “আলোরপথে দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি”(এডিডিএস)সংস্থায় পরিকল্পনা ও প্রস্ততি সভা গত ৩০সেপ্টেম্বর সকালে প্রস্ততি সভা সম্পন্ন হয়।
প্রস্ততি সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক মুঃবাবুল হোসেন বাবলা। এসময় বন্দর ইপিআই জোনের পক্ষ থেকে বক্তব্য রাখেন টিকা সহকারী(স্বাস্থ্য সহকারী) মোঃ জাবেদ হোসেন,প্রাচিকসের যুগ্ন সম্পাদক ও সংস্থার উপদেষ্টা ডাঃউদয়ন কান্তি মিত্র,এডিডিএস’র যুগ্ন সম্পাদক- মোঃ আসাদুল ইসলাম,স্বাস্থ্য সহকারী সুরমা বেগম(ইফতি),অর্থ সম্পাদক রুমা ইয়াছমিন,সংগঠক তাসলিমা আক্তার নিশা, তাহমিনা ইসলাম, জাহিন পারভীন,রুমা দেবী প্রমুখ।
ক্যাম্পাইনে ”আলোরপথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইট “(এডিডিএস)’সংস্থায় প্রথমবার ৩টি সেন্টার,১টি মোবাইল টিম এবং ১টি সাব কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্দর ইপিআই জোন স্বেচ্ছাসেবক ও অন্যান্য সহায়তা দিয়ে ভিটামিন ‘এ’প্লাস’ক্যাম্পাইন-২০২০উদযাপনে সহযোগিতা করবেন বলে জানাই। এবারের কর্মসূচিটি স্বাস্থ্যবিধি ওশাররিক দূরত্ব মেনে পালন করবে।
পর্যায়ক্রমে এডিডিএসর অধীনে হালিশহর একাদশ ক্লাব,মাদ্রাজী শাহপাড়া ক্রীড়া সংগঠন,নারিকেল তলা একাদশ,চরপাড়াস্থ ডাঃম.ফ ফিরোজ ‘এর’ বাড়ী, বেশপিং সেন্টার চত্তরে ভ্রাম্যমান টিম দিয়ে শিশুদের বিনামুল্যে ভিটামিন’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।