শরণংকর বড়ুয়া
মৃদু শীত ঘুম ভেঙ্গে চায়ে চুমুক
নিদ্রাহীন রাতের ক্লান্ত দেহ
ঝাঁপসা চোখে ধোঁয়ার স্পর্শ।

ভাবনা এলেই অস্থির মন,
মনের অজান্তে দুঃখ ভাসতে থাকে
অবুঝ মন হু হু কাঁদতে কাঁদতে নিঃসঙ্গ হাঁটে!
তুলতুলে কোলবালিশ জড়িয়ে অবিরাম স্বপ্নের চাষাবাদ
ভেতর-বাহিরে শরীরে হুমড়ি খায়-
বিদীর্ণ ব্যথার যন্ত্রণা ছিটকে পড়ে বিছানায়।
নাড়ি গ্রন্থি ছিঁড়ে শরীরের ক্ষত চিহ্ন বুকে চেপে,
সময়ের বাস্তবতার কম্পিত প্রবহমান চোখ।
পূর্ণিমা রাতে জোছনাকে জড়িয়ে কুয়াশার খুনসুটি
মাঝে মাঝে উল্কার ফুলকি তারার রাজ্যে, সদ্য ফোটা ফুলের হাসি।
গভীর রাতে নীলিমার শরীর জুড়ে কামবিমুখ চাঁদ লজ্জায় চাদরে ঢাকে।
নৈশপ্রহরী ঘুমের নেশায় বাঁশিতে ফুঁ দিয়ে চলে, জাগায় মহল্লাবাসী।












