চবি শহীদ ফরহাদ হোসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সব সময় সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি, এর মধ্যে ক্রীড়া অন্যতম। ক্রীড়াকে আমরা সব সময় উৎসাহিত করি। আমাদের ক্রীড়াবিদরা বিশ্ববিদ্যালয়ের এম্বাসাডর, তারা দেশে-বিদেশে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে থাকে। এজন্য শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদেরকে নিয়োজিত রাখা উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এইচ.এস ফারুক আলম। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, ডিনবৃন্দ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মনিরুল ইসলাম মনির। বিচারকদের পক্ষে প্রফেসর ড. জি.এম ওলি উল্যাহ এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের এক ক্রীড়াবিদকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক জনাব হান্নান মিয়া এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ আশরাফুল মজুমদার মেহেদী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ফরহাদ হোসেন হল প্রভোস্ট প্রফেসর ড. এইচ. এস ফারুক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ ফরহাদ হোসেন হল সংসদের এজিএস কাজী তাফহীমুল হক। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীদের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় পুরস্কার প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শহীদ ফরহাদ হোসেন হল সংসদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।