চবি উপাচার্যের সঙ্গে ইরানিয়ান স্কোয়াশ কোচ মোহসেন জাভিদের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কোয়াশ কোচ (ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন লেভেল-৩ কোচ) মোহসেন জাভিদ। এর আগে আগত অতিথি চবি স্কোয়াশ রুম এবং কেন্দ্রীয় খেলার মাঠ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খেলাধুলা উন্নয়ন ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ইরানের খেলাধুলা সংক্রান্ত সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মেহরান নাজাফি হাজিবান, একই বিভাগের প্রভাষক জনাব মিজানুর রহমান, চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জালাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, স্কোয়াশ খেলোয়াড় ফজলে ওয়ালি আহমেদ ও চবি স্পোর্টস সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউজ্জামান।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, ক্রীড়াকে আমরা সব সময় উৎসাহিত করি। আমরা স্পোর্টস সায়েন্স বিভাগের নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছি। এসময় উপাচার্য ক্রীড়া সংক্রান্তসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। উপাচার্য যৌথভাবে গবেষণাসহ বিভিন্ন কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আগত অতিথি মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন।