মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নূর আবদুল্লাহ’র দাদী জোসনারা বেগম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজহারনামীয় আসামী জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত মফিজুর রহমানের স্ত্রী বিবি রহিমা (৫৫), ছেলে মোঃ মাহফুজ (৩৩), আলী হোসেনের ছেলে আমজাদ হোসেন প্রকাশ বাদশা মিয়া (২৮) কে গ্রেফতার করেছে।
এজহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভুঁইয়া বাড়িতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে আসামী মোঃ দ্বীন ইসলাম সহ অন্যান্য আসামীরা জোসনারা বেগম ও তার পরিবারের লোকজনদের মারধর করে। ঘটনার সময় তার নাতি নুর আব্দুল্যাহ (৩ বছর) তার দাদীর নিকট আসিলে আসামীরা তাকে মাথায় বারি মারে। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় জোসনারা বেগম জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।












