মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে পৃথক পৃথক অভিযানে দুই ব্যক্তিকে এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ০৪ নং তিনট্যহরী ইউনিয়নের নামার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা ও ০২ নং বাটনাতলী ইউনিয়নের তুলাবিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে সত্তর হাজার টাকাসহ এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে খাদিজা তাহিরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে সংশ্লিষ্ট আইনে অভিযুক্ত দুই ব্যক্তিকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।