কুয়াকাটা সৈকতে ভেসে উঠল মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে প্রাপ্তবয়স্ক একটি ডলফিন মৃত অবস্থায় ভেসে উঠেছে।

১৬ জানুয়ারি (শুক্রবার) সকালে স্থানীয়রা মৃত ডলফিনটি দেখে প্রশাসনকে জানান।

স্থানীয়রা জানিয়েছে, ডলফিনটির দৈর্ঘ্য প্রায় দুই মিটার। বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সংগ্রহ ক‌রে তা মা‌টি চাপা দেওয়া‌র প্রস্তুতি নিচ্ছে

প্রাকৃতিক কারণে অথবা জাল ধরা পড়ার কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, সৈকতে এমন ঘটনা প্রায় দেখা যা‌চ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পুনরায় ঘটতে পারে।