চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের হাটহাজারী ও রাউজান অংশে অজ্ঞান পাটির তৎপরতা বেড়েছে

শফিউল আলম, রাউজানঃ ঈদকে সামনে রেখে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী ও রাউজান অংশে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে অটোরিক্সায় যাত্রীবেশী প্রতারক চক্র হাতিয়ে টাকা স্বর্ণ মোবাইল ফোন । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাস ষ্টেশনে এই প্রতারক চক্রটি ঘাপটি মেরে বসে থাকে । সিএনজি অটোরিক্সায় করে রাউজান যাওয়ার সময়ে সি, এন,জি অটেরিক্সার মধ্যে যাত্রীবেশে বসে থাকবে প্রতারক চক্রের মহিলা পুরুষ সদস্যরা। সিএনজি অটোরিক্সায় মহিলা যাত্রী উঠে রাউজান যাওয়ার সময়ে হাটহাজারীর সুবেদার পুকুর, ইছাপুর, সর্তার ঘাট, রাউজানের পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, কুন্ডেশ্বরী এলাকার মধ্যে মহিলা যাত্রীদের কাছে একটি কাগজ দেবে। প্রতারক চক্রের সদস্যরা কাগজ দিয়ে বলবে কাগজটা দেখো এখানে কি লেখা আছে আমি পড়তে পারছিনা বুঝতে পারছিনা বলবে প্রতারক চক্রের সদস্যরা । কাগজটি দেখা মাত্র মহিলা যাত্রী ও পুুুুুুুুুুুুুুুুুুরুষ যাত্রী তার জ্ঞান হারিয়ে ফেলবে ।

ঐ সময়ে প্রতারক চক্রের সদস্যরা মহিলা যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণলংকার, মোবাইল ফোন নিয়ে নেবে । মহিলা যাত্রীদের কাছ থেকে টাকা স্বর্ণ মোবাইল ফোন হাতিয়ে নিয়ে অটোরিক্সা থেকে পথে নেমে যায় প্রতারক চক্রের সদস্যরা । প্রতারক চক্রের সদস্যরা অটোরিক্সা থেকে নেমে যাওয়ার পর প্রতারক চক্রের সদস্য অটোরিক্সা চালক কিছুদুর গিয়ে সড়কের নিরিবিলি স্থানে প্রতারক চক্রের শিকার মহিলা যাত্রীকে সি এন, থেকে নামিয়ে দিয়ে চলে আসেন । কিছুক্ষন পর মহিলা যাত্রীর জ্ঞান ফিরে আসলে তার কাছে থাকা টাকা, স্বর্ণলংকার না পেয়ে কান্নাকাটি করলে, পথচারী ও এলাকার লোকজন দেখে তার কথা শুনে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করানোর পর তাকে বাড়ীতে পৌছে দেয় । প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে স্বণলংকার, টাকা, মোবাইল ফোন হারিয়েছেন রাউজানের নোয়াজিশপুর এলাকার এক মরিয়াম বেগম নামের এক মহিলা, মরিয়াম বেগম বলেন, আমি হাটাহাজারী বাস ষ্টেশন থেকে সিএনজি আটোরিক্সায় করে রাউজানে বাড়ীতে আসার পথে সিএনজি অটোরিক্সার বসা যাত্রীবেশী প্রতারক চক্রের সদস্য আমাকে একটি কাগজ দিে বলে, এটা আমি পড়তে পারছিনা একটু দেখেন । কাগজটা হাতে নেওয়ার সাথে সাথে আমি অচেতন হয়ে পড়ি। আমার কাছ থেকে ৩৮ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ গলায় ১২ আনা ওজনের একটি র্স্বণের চেইন নিয়ে নেয় । কিছুদুর গিয়ে সি, এনজি অটোরিক্সাতে বসা প্রতারক চক্রের সদস্যরা নেমে যায় । সিএনজি অটোরিক্সা চালক কিছুদুর গিয়ে আমাকে বড়বানজইল এলাকায় গাড়ী থেকে নামিয়ে দেয় ।

আমি কিছুক্ষন বসে থাকার পর আমার জ্ঞান ফিরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে আসি । রাউজানের দক্ষিন হিংগলা শান্তি নগরের বাসিন্দ্বা গৃহিনী হাসিনা বেগম তার প্রবাসী সন্তানের পাঠানো টাকা নিয়ে হাটহাজারী থেকে সিএনজি অটোরিক্সায় করে বাড়ী যাওয়ার পথে প্রতারক চক্রের শিকারে পড়েন । প্রতারক চক্র তার কাছ থেকে ২০ হাজার টাকা আট অনা ওজনের স্বর্ণলংকার হাতিয়ে নিয়ে পথে নেমে যায় বলে জানান হাসিনা বেগম। হাসিনা বেগম আরো বলেন, প্রতারক চক্রের সদস্যরা টাকা ও স্বর্ণ নিয়ে অটোরিক্সা থেকে পথের মধ্যে নেমে যায় । অটোরিক্সা চালক রাউজানের গহিরায় নামিয়ে দিয়ে দ্রুত চলে যায় । জ্ঞান ফিরে আসলে গহিরায় থাকা আত্বিয় স্বজনদের সহায়তায় বাড়ীতে ফিরে আসি । হাটহাজারী বাস ষ্টেশন এলাকায় প্রতারক চক্রটি আরো কয়েকটি ঘটনা সংগঠিত করে বলে স্থাণীয়রা জানান। গত কিছুদিন পুর্বে হাটহাজারী বাস ষ্টেশন এলাকায় এক মহিলাকে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা স্বর্ণ হাতিয়ে নিয়ে তাকে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে চলে যায় প্রতারক চক্রের সদস্যরা । স্থানীয়রা ঐ মহিলাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা করে তার জ্ঞান ফিরে আসলে তার কাছ থেকে তার বাড়ীর ঠিকানা নিয়ে বাড়ীতে তার স্বজনদের কাছে ফোান করেন । তার স্বজনরা এসে হাসপাতাল থেকে তাকে বাড়ীতে নিয়ে যায় । এই প্রতারক চক্রের সদস্যা ঈদকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে । তাদের এই তৎপরতা প্রতিরোধ করতে ব্যর্থ হলে প্রতারক চক্রের সদস্যরা আরো এই ধরণেষর ঘটনা সংগঠিত করার আশংকা করছে স্থানীয়রা । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে প্রথারক চক্রের সদস্য অজ্ঞান পাটির সদস্যদের তৎপরতা প্রতিরোধ করে সাধারন মানুষের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষ ।