
মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই লেকে অবৈধ ইলেকট্রনিক শর্ট ব্যবহার করে মাছ ধরার সময় ব্যাটারি, মেশিন, চার্জার, টেটা, কাঠের নৌকা ও ইঞ্জিন চালিত ছোট নৌকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন কাপ্তাই মৎস্য উপ-কেন্দ্র কর্তৃক মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত লেকের শুকনাছড়ি, হরিনছড়া ও ভাইবোনছড়া এবং বিলাইছড়ির উপজেলাধীন কেংড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ-কেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় উপ-কেন্দ্রের কর্মচারীরা অভিযানে সহযোগীতা করেন।
বাড়ি আমাদের চট্টগ্রাম জেলা উপজেলা কাপ্তাই লেকে অভিযান, মাছ ধরার সময় ডিভাইসসহ ইঞ্জিন চালিত নৌকা জব্দ











