
সীতাকুণ্ড প্রতিনিধি , প্রিয় চট্টগ্রাম :-
সারাদেশের মতো চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
কর্মবিরতির কারণে সরকারি হাসপাতালগুলোতে টেকনোলজি-নির্ভর গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি নমুনা পরীক্ষা ও ওষুধ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।
চট্টগ্রামের অন্যান্য উপজেলার মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি চলছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ইউনুচ খান বলেন,
“আমরা বহু যুগ ধরে বৈষম্যের শিকার। সম যোগ্যতার অন্যান্য ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড অনেক আগেই বাস্তবায়ন করা হয়েছে, অথচ আমাদের এখনো বঞ্চিত রাখা হয়েছে। আমাদের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকলেও সেখানে কালক্ষেপণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, সরকার প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
“আজকের আন্দোলন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত। আজকের মধ্যে দাবি না মানলে কাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি চলবে,”—বলেন তিনি।
স্বাস্থ্যসেবা যেমন Sensitive, তেমন-ই টেকনোলজিস্টরা চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের এই আন্দোলন দ্রুত সমাধান না হলে সাধারণ রোগীদের ভোগান্তি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











