কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বক্স হাউজে বন্য হাতির আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রের পানি শোধনাগারে কর্মরত এক কর্মচারী গুরুতর আহত হয়েছে।
বুধবার(২৩ এপ্রিল) ভোর প্রায় ৫ টায় এঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম নেপাল চন্দ্র মল্লিক (৪৫)। আহত নেপাল বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোর রাতে ওই কর্মচারী দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় আকস্মিক ভাবে হাতির সম্মুখে পড়ে এবং হাতিটি তাকে আক্রমণ করে। এতে সে ঘাড়ে ও কোমরে আঘাত পায়। তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

কর্ণফুলী বনবিভাগের সহকারি বন সংরক্ষক আবু কাউসার জানান, হাতির আক্রমনে আহতের খবরটি পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাবো। আহত ব্যক্তির সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। প্রসঙ্গত, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিণিন্ন স্থানে প্রায় বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে যামমালের ক্ষতিও সাধিত হচ্ছে। পাহাড়ে খাদ্য সংকট, হাতির করিডোর ধ্বংস, বন উজাড় সহ নানা কারণে বন্য হাতির দল প্রায় লোকালয়ে হানা দিচ্ছে বলে বন বিভাগ সূত্র জানায়।











