কাতারে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া ইউনিয়ন প্রবাসীদের ব্যবস্থাপনায় ০৭ অক্টোবর সোমবার বিকেলে দোহার একটি অভিজাত রেস্তোরাঁয় শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সংগঠক মুহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় ব্যবসায়ী ও সংগঠক সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মদ নেজাম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ ঈমাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ আবদুর রহমান শরীফ, মুহাম্মদ জাঙ্গীর আলম, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ জাহেদুল আলম সহ আরো অনেকে।
বক্তারা ঐক্যবদ্ধ আসলে সুন্নাত ওয়াল জামা’য়াতের মাধ্যমে সঠিক ইসলামী রূপরেখায় সমাজ বিনির্মাণে ভুমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত সমর্থিত কাতারে অবস্থানরত হলদিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।