রিয়াদে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশান নুরানী মাহফিল

মানবতার মুক্তির দিশারী, রহমতে আলম নুরে মুজাচ্ছোম সাইয়্যেদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামান্নাবীঈন রাহ-মাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (দ.) আগমনের খুশিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিল গাউসিয়া কমিটি বাংলাদেশ রিয়াদ শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

রিয়াদ গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় মানবিক টিমের সদস্য আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান। উদ্বোধক ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রিয়াদ শাখার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাওলানা এ.টি.এম. মহিউদ্দিন আজহারী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রিয়াদ শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু কায়সার জামাল। সাংস্কৃতিক ও কুইজ পরিচালনায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শাখার সহ-সাধারণ সম্পাদক কে.এম. ইসমাঈল হোসাইন সহ ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আল দোয়ামী শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রিয়াদ শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, গাউসিয়া কমিটি বাংলাদেশ আল দোয়ামী শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মহসিন খাঁন, বিশিষ্ট সাংবাদিক সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সান সিটি পলিক্লিনিকের মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ইউসুফ খাঁন, রিয়াদ মুহাম্মদীয়া কাঠ শিল্প মাজিদের খতিব হাফিজ মাওলানা মামুন নক্সবন্দী সহ মিডিয়া ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী বিপুলসংখ্যক প্রবাসী নবী প্রেমিকগণ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন কমিটি আহ্বায়ক এমএ শামীম পাঠান ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ আবিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, যে নবী (দ.) আগমনে দুনিয়া থেকে জাহিলিয়াত দূরবীত করে রহমতের পয়গাম নিয়ে এসেছেন আমরা তাঁরই অনুসরণে জীবন যাত্রা করলে ইহকাল ও পরকালের সফলতা অর্জনে পূর্ণতা পাবো। বক্তারা আরো বলেন কিছু নবী বিদ্বেষী কুচক্র মহল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর আগমনকে কেন্দ্র করে জুলুশ ও মাহফিলকে বিদায়াত বলে ফতোয়া সাধারণ মানুষকে নবী (দ.) এর মহব্বতের দূঢ়তা থেকে আমাদেরকে বিমুখ করতে চায় আমরা তাদের প্রতিহত করবো এবং কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা তা বৈধতার চ্যালেঞ্জ করে ঈদে মিলাদুন্নবী (দ.) এর জুলুশ মিলাদ মাহফিল বিরোধীদের শাস্তির দাবি জানিয়ে আইনি পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রিয়াদ শাখার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল আলম নঈমী।