ডলারের লোভ দেখিয়ে প্রতারণা : ৪ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষকে ডলারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত নানা ভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

প্রতারণা ছাড়াও চক্রটি নগরীতে ছিনতাই কাজেও জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা। কারণ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি দেশীয় তৈরী এলজি ও ৩টি ছোরা।

গতকাল রবিবার নগরীর বৌদ্ধ মন্দির সড়কস্থ নন্দন কানন ১নং গলির মুখে থেকে এ প্রতারকদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি মো মহসীন।

গ্রেফতারকৃতরা হলেন, জামাল শেখ (৪০), জামাল মোল্লা (৪০), মিল্টন ফকির প্রকাশ বাঘু (২৫), রাজ্জাক শেখ (৩৫)।

ওসি মহসীন বলেন, আসামীরা ডলার প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগর এলাকায় সাধারণ জনগনের কাছে ডলার দেখিয়ে তা বিক্রয় করার ভান করে উক্ত স্থান হইতে কৌশলে পালিয়ে যায়। ইদানিং তারা প্রতারণার কাজে অস্ত্র ব্যবহার করিয়া চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই ও ডাকাতির ন্যায় অপরাধমূলক কর্মকান্ড করার প্রস্তুতি নিয়েছিল।

গতকাল টহল পুলিশ তাদের অস্ত্রসহ গ্রেফতার করেছে। তারা পেশাদার প্রতারক দলের সদস্য। তাদের বিরুদ্ধে পৃথক ধারায় দুটি মামলা দায়ের হয়েছে।