২২ মে থেকে ৩০ মে পর্যন্ত নতুন টাকা সংগ্রহ করা যাবে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টার ও ঢাকা অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন জনসাধারণ।

২২ মে থেকে ৩০ মে পর্যন্ত এ সুবিধা দিবে ব্যাংকগুলো। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এ কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক থেকে যে কোনো মূল্যের নোট ও অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট দেওয়া হবে।

তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

এছাড়া নোট নেওয়ার সময় কেউ ইচ্ছা করলে সমপরিমাণ টাকা দিয়ে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রাও (কয়েন) নিতে পারবেন।