সিলেটের বন্যায় মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার ব্যর্থ হয়েছে

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, ভয়াবহ বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই। বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোন জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোন দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি সোমবার (২৭ জুন) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার লক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির জরুরী সভায় এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, সিলেটে বন্যার শুরু থেকেই বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষে পাশে থেকে কাজ করছেন। প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকেও বন্যা দুর্গতদের সহায়তার জন্য একটি সেল গঠন করা হয়েছে। চট্টগ্রামের বিত্তশালী বিএনপি নেতাকর্মীদের সহায়তায় সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, আবদুল কাদের জসিম, জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি নেতা মাহবুবুল হক, মো. নুরুজ্জামান, একেএম পেয়ারু, মো. ইদ্রিস আলী, ইউসুফ শিকদার, মালেক ফারুকী, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, কাজী শামসুল আলম, জমির আহম্মেদ, মো. আসলাম, মন্জুর আলম মন্জু, মো. বেলাল, হাজী মো. মহসিন, জামাল উদ্দিন জসিম, ওয়ার্ড সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, এম এ হালিম বাবলু, ইয়াকুব চৌধুরী নাজিম, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান ওসমান চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিয়াউর রহমান জিয়া, মন্জুর কাদের, মো. ফিরোজ, বিএনপি নেতা এটিএম ফরিদ, এম এ গফুর বাবুল, আসাদুর রহমান টিপু, মো. জসিম উদ্দিন, আনোয়ার হোসেন জুনু, সালাউদ্দীন মাহমুদ, যুবদল নেতা মো. হাসান, মো. আরিফুল ইসলাম, রায়হান আলম, মাঈনুউদ্দীন খান রাজিব, ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা প্রমূখ।