‘‘নৌকা প্রতীককে জয়যুক্ত করতে সবাইকে অঙ্গীকারাব্ধ হয়ে কাজ করতে হবে’’

আওয়ামী মৎস্যজীবীলীগ কালারমারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে নৌকার পক্ষে কাজ ও সংগঠনকে শক্তিশালী করতে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কক্সবাজার জেলা শাখার আহবায়ক মাষ্টার আব্দু রহিম ও সদস্য সচিব, মোঃ তৈয়বের নির্দেশনা মতে মৎস্যজীবীলীগ কালারমারছড়া ইউনিয়ন শাখার তৃর্ণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো সুসংগঠিত করে প্রতিটি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ ভীষণ কে সফল ও বাস্তবায়ন করতে দলের মনোনীত প্রার্থী তারেক বিন ওসমান শরীফ এর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার নিয়ে এখন থেকে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এটি তারেক বিন ওসমান শরীফের নৌকা নয়, এটি দলীয় প্রতীক। এ প্রতীকে ভোট দিয়ে মৎস্যজীবী সহ এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। তাই আগামী ১৫ জুন নির্বাচনে দলীয প্রার্থীকে বিজয় করতে মৎস্যজীবিলীগের একেকজন কর্মীকে তারেকবিন ওসমান শরীফ হিসেবে কাজ করতে হবে।

কালারমারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সভায় সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মহেশখালী উপজেলার সংগ্রামী নেতা, জনাব জাহাঙ্গীর আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
গত ২৫ মে ইউনিয়ন শাখার সভাপতি নূরুল কাদের এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ বেলাল, ২ নং ওয়ার্ডের সভাপতি ছপুর আলম, সাধারণ সম্পাদক ফজল করিম, সহ – সভাপতি নূরুল আলম, ৩ নং ওয়ার্ডের সভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক নূর কাশেম, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক আনচারুল্লাহ, ৫ নং ওয়ার্ডের সভাপতি মোকতার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সোলতান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোছাইন, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমির হোছাইন, সদস্য যথাক্রমে কামাল মাঝি, আমির হোসাইন মাঝি ও ওবায়দুল হক, ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সরওয়ার, সাধারণ সম্পাদক জামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, ৯ নং ওয়ার্ডের সভাপতি নূরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক রমজান আলী ও ইউনিয়ন শাখার সদস্য আবুল কাশেম সহ অনেকে বক্তব্য রাখেন। এ ছাড়া স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পুরো সভা পরিচালনায় ছিলেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন।