বিপাশা কবির। একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ১৯৯১ সালের ২৩ মে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ব্যবসায়ী ও মা গৃহিণী। দুই ভাই- বোনের মধ্যে বড় তিনি। বিপাশা কবির ২৩ মে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১৪তম স্থান অধিকারের মাধ্যমে মিডিয়া জগতে আসেন। ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রঙ চলচ্চিত্রে “প্রেম রসিয়া” আইটেম গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেছেন।
বিপাশা কবির ভালোবাসার রঙ (২০১২) চলচ্চিত্রে “প্রেম রসিয়া” আইটেম গানটিতে পারফর্ম করে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘রোমিও ২০১৩’, ‘এর বেশি ভালোবাসা যায়না’, ‘জটিল প্রেম’, ‘নিষ্পাপ মুন্না’সহ আরও বেশ কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে তাকে পারফর্ম করতে দেখা যায়। এরপর আইটেম গার্ল থেকে বেরিয়ে বিপাশা কবির জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে আনিসুর রহমান মিলনের বদমেজাজি স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।











