পটিয়ায় উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬টি রাজনৈতিক দল প্রার্থীরা। বুধবার (২৮ নভেম্বর) পটিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও হাবিবুল হাসানের নিকট বিভিন্ন দলের মোট ৬ জন্য প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী, বিএনপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো: মঈন উদ্দিন চৌধুরী, বাসদ সাইফুদ্দিন মো: ইউনুচ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এম এ মতিন ও ইনসানিয়াত বিল্পব বাংলাদেশ মো: আবু তাহের হেলালী।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী: পটিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও হাবিবুল হাসানের নিকট আওয়ামীলীগের দলীয় প্রার্থী সামশুল হক চৌধুরী দলীয় দুপুরে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ’লীগ নেতা প্রদীপ দাশ, ডা: তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ দেবু, বিজন চক্রবতী, নাছির আহমদ চেয়ারম্যান, নুরুল হাকিম, জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, চেয়ারম্যান ইনজামুল হক জসিম।
জাতীয়তাবাদী দল (বিএনপি): জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াছ হোসেন এর নিকট দলীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপি সাধারন সম্পাদক খোরশেদ আলম, কুসুমপুরা ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছার, জিরি ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক তৌহিদুল আলম, গাজী আবু তাহের, উপজেলা ছাত্রদল সিনিয়ির যুগ্ন আহাবায়ক গাজী মনির।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মঈন উদ্দীন চৌধুরী মনোনয়ন জমা: পটিয়া সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মহাজোটের শরিকদল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম এর পক্ষ থেকে মনোনয়ন ফরম জমা প্রদান করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী জসিম উদ্দীন, বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা সাইফুল¬াহ, ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আঞ্জুমানে খুদ্দামূল মুসলেমীন মক্কা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, পটিয়া উপজেলা ইসলামিক ফ্রন্ট এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল¬াহ সাদা, আলহাজ্ব হারেস উদ্দীন দৌলতী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, আলহাজ্ব মোহাম্মদ ইসহাক, সহ সাংগঠনিক সম্পাদক আবু নোমান বাদশা, কাজী নুরুল আলম, মোহাম্মদ মোরশেদ, কাজী জিয়াউর রহমান, হাফেজ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আলমগীর, আবুল হাসেম, সাইফুল ইসলাম নিরব, মোহাম্মদ তসলিম উদ্দীন, হাফেজ মোহাম্মদ সাদেক প্রমুখ।
বাম জোট নেতা স ম ইউনুছের মনোনয়ন দাখিল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন জমার শেষ দিন গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নিকট গণতান্ত্রিক বাম জোটের মই প্রতীকে প্রার্থী বাসদ নেতা স.ম. ইউনুচ মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বাসদ নেতা আল কাদেরী জয়, সেলিম উদ্দিন, রায়হান উদ্দিন, ইছহাক চৌধুরী, আবদুল মান্নান, মুবিনুল হক সাব্বির, আলী আজগর, নুরুল করিম, আহমদ নুর, মিজানুর রহমান, ইমরুল সাকিদ প্রমুখ।