ঈদগাঁও উপজেলা ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি স্থগিত

ঢাকা অফিস: কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওয়ের ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় ছয়জন ব্যক্তির রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।

পরে মনজিল মোরসেদ জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্ত অনুযায়ী যে স্থানে (ঈদগাঁও) উপজেলা সদর দপ্তর করার কথা তা না করে ইসলামাবাদ ইউনিয়নে ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় ছয় ব্যক্তির রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন। রুলে ওই বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন।

স্থানীয় সরকার সচিব, মন্ত্রী পরিষদ সচিব, জন প্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।