ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারলে সমাজে মানুষ সুস্থ্য ও নিরাপদ থাকে

সেবক সংঘের দ্বিবার্ষিক সম্মেলনে মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সৃস্টিকর্তার উপর ভক্তি করে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারলেই সমাজে সকল অনাক্সক্ষাকিত ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তিন দুঃসময় জীবনে সুখ লাভের জন্য সৃস্টিকর্তার ভক্তি জাগ্রত করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। গতকাল সন্ধ্যায় মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রী কৃষ্ণের সেবক সংঘের নবম দ্বি-বার্ষীকি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এডভোকেট নারায়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন-পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগর, সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, মাধুরী আচার্য্য, এড. রামপদ, সঞ্জয় সরকার, জগদীশ বিশ^াস, প্রবোধ চন্দ্র মল্লিক, এড. অরুন কুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধন করে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল ও সংঘের পতাকা উত্তোলন করেন শ্যামানন্দ ব্রাক্ষচারী মহন্ত রাজ।