‘চট্টগ্রামের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র নওফেলের পাশে আছি, থাকবো’

বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় স্বাগত ও অভিনন্দন জানিয়ে সমর্থন ব্যক্ত করেছে আসনটির পেশাজীবী-নাগরিক প্রার্থী ও চট্টগ্রাম নাগরিক উদ্যেগের আহবায়ক রিয়াজ হায়দার চৌধুরী। আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন পেশাজীবী নেতা রিয়াজ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নৌকা প্রতীকের মনোনয়নকে এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অভিনন্দন জানিয়ে এই পেশাজীবী-নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বিবৃতিতে বলেন, পিতা মুজিবের আদর্শের সারথী হিসেবে , সফল রাষ্ট্রনায়ক এদেশের মানুষের আস্থার সর্বোচ্চ ঠিকানা গণমানুষের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নবজাগরণে মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নিঃসেন্দহে নৌকার দক্ষ কান্ডারি হিসেবে নির্বাচনে জয়লাভ করবেন।’ বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের কোতোয়ালি-বাকলিয়ার মাটি ও মানুষের সাথে মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর যে ওতপ্রোত গভীর সম্পর্ক তা বিবেচনায় উন্নয়ন অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা প্রতীকের জয়ের বিকল্প নেই।’ চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী বিবৃতিতে আরো বলেন, “বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পাশে আছি, থাকবো । প্রগতিশীল পেশাজীবী-নাগরিক সমাজ পাশে থাকবে। নৌকা হোক সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার শেষ ঠিকানা। জয় বাংলা ।” উল্ল্যেখ্য, সারা দেশের সাংবাদিকদের মধ্যে বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বে থাকা মনোনয়ন প্রত্যাশী একমাত্র পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী রাসেল । সাংবাদিকদের জাতীয় সংগঠন ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র সহসভাপতি ও দেশের প্রগতিশীল পেশাজীবীদের সর্বোচ্চ মোর্চা পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক তিনি। চট্টগ্রামে নাগরিক উদ্যেগের এই আহবায়ক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য । রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রামের সাংবাদিকদের মাতৃসংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে)নির্বাচনে বিজয়ী হয়ে সংগঠনটির দফায় দফায় নেতৃত্ব দেন। ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দুইবার করে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক । এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশিষ্ট সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটির সদস্য ।একাধারে সংগঠক সাংবাদিক গবেষক ও পেশাজীবী নেতা রিয়াজ ২০১৪-এর জাতীয় নির্বাচনে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক। ২০১৫সালের চসিক নির্বাচনে নাগরিক কমিটির পক্ষে ঘোষিত ইশতেহারটির প্রণয়ন কমিটির আহ্বায়ক ছিলেন। ওয়ান ইলেভেনে’র দুঃসময়েও রিয়াজ ছিলেন মাঠে সক্রীয়। ওয়ান ইলেভেনের দুঃসময়ের পূর্বাপর সময়ে, ২০০৮ এর জাতীয় নির্বাচন, ২০০৫, ২০১০ এবং ২০১৫এর চসিক নির্বাচনসহ ২০১৪-এর জাতীয় নির্বাচনে পেশাজীবী নাগরিক সংগঠক হিসেবে মাঠে ছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান (২০১৮) ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রা : নৌকা পারে, নৌকা-ই পারবে” শীর্ষক প্রচার পত্রটির রচনা করেন তিনি। ‘গণজাগরণে’রও প্রধানতম এই সংগঠক চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে গত পঁচিশ বছর আগে থেকেই মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সম্পৃক্ততা ছাড়াও সর্বশেষ বিএনপি-জামায়াতের পেট্রল বোমা-নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারেও সক্রিয় ভূমিকা রাখেন। প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর একাধিকবারের নির্বাচনেও সক্রিয় ভূমিকা রাখেন। মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নাগরিক কমিটি, স্বাধীনতার বইমেলা, মুক্তিযুদ্ধের বিজয়মেলা এবং চট্টগ্রাম বন্দরকেন্দ্রীক আন্দোলনেও সক্রীয় ছিলেন । ২০০৬ সালে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের উপর পুলিশের আক্রমনের প্রতিবাদে সফল আন্দোলনের নেতৃত্বও দেন রিয়াজ ।পরবর্তীতে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনেরও ঘনিষ্ঠ শুভার্থী এই পেশাজীবী- নাগরিক সংগঠক আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রায় সব ইস্যুতেই চট্টগ্রামে সক্রীয় মুখ । চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫-এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচনে বিশেষ দায়িত্ব পালন করেন ।