পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন
নিজস্ব প্রতিবেদক: মিরসরাইয়ে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম রোমানা আক্তার (১৯) । তার মরদেহটি রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রোমানা আক্তার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর এলাকার মো. টিপুর স্ত্রী ।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ) মো. মোজাম্মেল হক জানান, শ্বশুর বাড়ির লোকজন সোমবার রাতে রোমানা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।