মহামারিকালের পথচলা খানিকটা শিথিল হতেই ঝলমলিয়ে উঠেছে ফ্যাশন আর বিনোদনের বিশ্ব। কান, ভেনিস, মেট গালা, নিউইয়র্ক ফ্যাশন উইকের পর এবার অনুষ্ঠিত হলো টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার এমি। চট করে দেখে নেওয়া যাক এমির সেরা দশ ফ্যাশন মোমেন্টগুলো। তথ্যগুলো হার্পারবাজার ও ভোগ থেকে নেওয়া। ব্যবহৃত ছবিগুলো তারকাদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নেওয়া।