চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আলহাজ্ব এম জহিরুল আলম দোভাষকে।
সাবেক সিডিএ চেয়ারম্যান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এর স্থলে এ দায়িত্ব দেয়া হয়। বুধবার এ সংক্রান্ত আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠ সন্তান জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নগরের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন চারবার (১৯৯৪-২০১৫)। জহিরুল আলম দোভাষ সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে সিডিএ’র বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন একাধিকবার। বুধবার দুপুরে সচিবালয়ে উপস্থিত হয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের কাছ থেকে চেয়ারম্যান হিসেবে নিয়োগপত্র গ্রহণ করেন জহিরুল আলম দোভাষ।