পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়া করোনায় আক্রান্ত হয়ে সাজ্জাদুল ইসলাম চৌধুরী (৩৫) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার রাত ৭টার দিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে মারা যায়। তিনি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়ার মৃত নুরুর আলম চৌধুরীর ছেলে। ওই যুবকের ছেলে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, গত ঈদুল আযহার অল্প কয়েকদিন আগে করোনার এন্টিজেন পরিক্ষায় পজিটিভ হয়। দীর্ঘদিন চিকিৎসা নিলেও ভাল হয়নি। আজ রাত ৭ টার দিকে হাসপাতালে মারা যায়। স্থানীয়রা জানান, সাজ্জাদুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন প্রবাসে জীবন কাটিয়ে বিগত দুই বছর আগে দেশে আসেন। সব সময় হাসিখুশি থাকতেন। সবার মন জয় করে সবসময় চলতেন। করোনায় এমন যুবকের প্রাণ চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











