শুক্রবার ভোরে পটিয়া উপজেলার খরনা এলাকা থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. সালামত (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ইয়াবাসহ আটক মো. সালামতমো. সালামত কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বরিকান্দি এলাকার আবদুর রহমানের ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘পটিয়া উপজেলার খরনা এলাকা থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. সালামত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।