চট্টগ্রামে গর্ভ ধারিনী মাকে হত্যা চেষ্টায় মায়ের দায়ের করা মামলা পলাতক পুত্রকে মো. ইলিয়াসকে প্রকাশ কুকুর ইলিয়াস গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর চান্দঁগাও থানা এলাকার নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে থেকে আজ শুক্রবার দুপুরে চাঁন্দগাও থানা পুলিশ সন্ত্রাসী পুত্র ইলিয়াসকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. জাকির।
তিনি বলেন, মা সালমা খাতুনকে হত্যার চেষ্টা এবং চাঁদাবজির মামলায় (মামলা নং-৩৭, তারিখ ২৪/০৩/২০-১৯, ধারা- ৩২৩/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬) পলাতক ইলিয়াসকে আজ গোপন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকার বজল আহমদের পুত্র ইলিয়াস ছোটকার থেকে বেপরোয়া।
বজল আহমদের ৪ পুত্র। তিনি মারা যাওয়ার পর থেকে পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের সাথে এবং মা সালমা খাতুনের সাথে বিরোধ চলে আসছে ইলিয়াসের।
সালমা খাতুন এবং ভাইদের দাবী ইলিয়াস আমাদের বাবার নামে লীজ নেয়া সরকারী জায়গা ব্যাংকে বন্ধক রেখে লোন নিতে চেয়েছে। কিন্তু আমরা মা বাধা দেয়ায় সে মাকে হত্যার উদ্দেশ্যে বার বার মারধর এবং ভাইদের মারধর করে নির্যাতন করে আসছে।
ইলিয়াসের ছোট ভাই গোলাম মোহাম্মদ আলী বলেন, এলাকার যে কোন লোকের সাথে বিরোধ হলে সে (ইলিয়াস) কামড় দিয়ে আহত করে।
ইতোপূর্বে আমাকে দুই বার কামড় দিয়ে শরীর থেকে মাংস নিয়ে নেয়। আমার ভাইদের কামড় দিয়ে আহত করেছে। এসব নিয়ে তার বিরুদ্ধে আমরা থানায় ৩টি মামলা এবং আদালতে একটি মামলা করেছি।
আমার মা ৩টি মামলা করেছে। এক মাস আগে আমাকে হাতে কামড় দিয়ে আহত করার ঘটনায় আমি একটি মামলা করেছি থানায়।
এছাড়া আমার বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় সে (ইলিয়াস) একবার ৬ মাস এবং আরেকবার একমাস জেল খাটে। একমাস আগে সে জেল থেকে বেরিয়ে এসে আমাকে কামড় দিয়ে আহত করে।
এছাড়া আরো ১৫ বছর আগে স্থানীয় ওয়ার্ড যুবলীগের বর্তমান সভাপতি শওকতকে কামড় দিয়ে সে আহত করেছিল। তার এ আচরণের কারণে এলাকার লোকজন তাকে কুকুর ইলিয়াছ নামে চিনে। এতে আমরা পরিবার সদস্যরা বিব্রত।
ইন্টার পাস ইলিয়াস এক সময় ফার্মেসির ব্যবসা করলেও বর্তমানে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন।