এই বৃক্ষপরিবেষ্টিত,ছায়াসুনিবিড় মাঠে,আঁকাবাকা পথে অফুরান প্রাণপ্রাচুর্যে ভরপুর মানুষগুলোর ক্লন্তিশ্রান্তিহারক একটু হাসি,একটি নিঃশ্বাসের মূল্য তুমি কি একজীবনে দিতে পারবে?
এই আকাশছোঁয়া গাছগুলোর এই সবুজসজীবতার বিকল্প তুমি তৈরী করতে পাববে? এই গাছের ডালে গীতিকার পাখির মিষ্টি সুরের একটি ডাক তোমার কোন আধুনিক যন্ত্র তৈরী করবে?
নবী করিম (স.) বলেছেন,যদি দেখ কিয়ামত শুরু হয়ে গেছে তখনো যদি একটি গাছের চারা তোমার হাতে থাকে সেটা রোপন করে দাও।তারপরও কি গাছ আর পরিবেশে রক্ষার সামাজিক,বৈজ্ঞানিক ও ধর্মীয় গুরুত্বের কথা বোঝাতে হবে?
তুমি ইটের জঙ্গল বানাতে পারো।কিন্তু সিআরবি’র এ একটি গাছের পাতাও বাননোর ক্ষমতা তোমার নেই।
অতএব,হাসপাতালের নামে সিআরবির এই পরিবেশ ধ্বংস করার আর কোনো তালবাহানা ছাড়ো।
মামুন আবু মুসা
এসিস্ট্যান্ট প্রফেসর, হাটহাজারী কলেজ