মহাকাশে সামরিক কর্মকান্ড পরিচালনা না করার আহবান পাকিস্তানের

প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত স্যাটেলাইট ধ্বংসে সফল হওয়ার পর মহাশূন্যকে সামরিকীকরণ না করতে আহ্বান জানিয়েছে পাকিস্তান। গত বুধবার কক্ষপথে একটি স্যাটেলাইট ধ্বংসের দাবি করে ভারত। এর কয়েক ঘন্টা পরই পাকিস্তান ওই আহ্বান জানায়। পাকিস্তান পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, মহাশূন্য মানবতার অভিন্ন ঐতিহ্য ও এই ক্ষেত্রটি যেন সামরিকীরণ না হয় সেরকম কাজ এড়িয়ে চলার দায়িত্ব প্রতিটি জাতির।
ভারতের নাম উল্লেখ না করেই পাকিস্তান বলে, অতীতে অন্যান্য দেশ একই ধরনের ক্ষমতা প্রদর্শন করার পর যেসব দেশ কঠোর নিন্দা করেছিলো তাদেরকে মহাশূন্যে সামরিক হুমকি সংশ্লিষ্ট বিষয়গুলো প্রতিরোধ করতে আন্তর্জাতিক ব্যবস্থা উন্নয়নে একসঙ্গে কাজ করবে। সপ্তদশ শতকে স্পেনিশ মিগুয়েল ডি সেরভাতিসের লেখা উপন্যাসের নায়কের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, এ ধরনের সামর্থ্য হলো বায়ুকলের বিরুদ্ধে ডন কুইজোটির অবস্থানে স্মৃতিবহ।