স্মার্টফোনের বাজারে এখন সুবিধাজনক অবস্থানে নেই মটোরোলা। তাই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জি সিরিজের নতুন ডিভাইস আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হয়েছে এ সংক্রান্ত ছবি ও তথ্য।
মটোরোলার নতুন ফোন দুটির নাম হবে মটোরোলা জি ৭ ও জি ৭ প্লাস। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম গিজমোচায়নাতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ফোন দুটির ডিজাইন দেখতে অনেকটা জি ৬ ও জি ৬ প্লাসের মতো। সামনে রয়েছে ওয়াটার ড্রপ নচ এবং পেছনে আছে ডুয়েল ক্যামেরা ও ফ্ল্যাশ। ক্যামেরার নিচে রয়েছে মটোরোলার লোগো।
মটোরোলা জি ৭ ও জি ৭ প্লাস ফোনের ডিসপ্লে সাইজ হবে যথাক্রমে ৬ ও ৬ দশমিক ৫ ইঞ্চি। ৪ গিগাবাইট র্যামের পাশাপাশি ডিভাইস দুটিতে মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০।