পেকুয়ায় র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধ, নিহত-২

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা জালিয়াপাড়া এলাকায় র‍্যাব-৭ এর টহল দল ও উপকূলীয় জলদস্যুদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বুধবার ভোর ৫টায় ঘটনাস্থল থেকে দুই জলদস্যুর গুলিবিদ্ধ লাশ এবং ০৮ টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব-৭ এর টহল দলসহ পেকুয়া থানা পুলিশ।

লাশ দুটি পেকুয়া থানার এসঅাই শিমুল নাথ প্রাথমিক ময়নাতদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এসঅাই শিমুল নাথ বলেন, ভোর ৫টায় লাশ দুইটি র্যারের মাধ্যমে মগনামার জালিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। মামলার পর হয়তোবা নাম উল্লেখ করতে পারে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।