মহেশখালীতে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী শরীফ বাদশা

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মহেশখালীতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ বাদশা।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে কালারমার ছড়ার সাবেক ইউপি সদস্য মিনুয়ার ছৈয়দ নির্বাচিত হয়েছেন ।

উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রের ৪২০টি বুথে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সূত্র জানায় -এবারের নির্বাচনে মহেশখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে হোছাইন ইব্রাহীম ও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থিরা হলেন, আনারস প্রতীক নিয়ে শরীফ বাদশা, দোয়াত-কলম প্রতীকে সাজেদুল করিম, মিনার প্রতীকে ইরফান উল্লাহ।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থিরা হলেন- বৈদ্যুতিক ভাল্ব প্রতীক প্রার্থী জহির উদ্দিন, চশমা প্রতীক প্রার্থী নেওয়াজ কামাল, মাইক প্রতীকের প্রার্থী মাহাবুব আলম, তালা প্রতীকের প্রার্থী ফরিদুল আলম, টিউবওয়েল প্রতীকের গিয়াস উদ্দিন ও বই প্রতীকের আবু ছালেহ।

ভাইস চেয়ারম্যান (নারী) প্রার্থীরা হলেন- পদ্মফুল প্রতীকে কালারমার ছড়ার মিনুয়ারা ছৈয়দ ও কলসী প্রতীক নিয়ে শাপলাপুরের মনোয়ারা কাজল।