রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে নৌকায় করে উপজেলা সদরে ফেরার সময় উপজেলার তিনকুনিয়া ইউনিয়নের আলিক্ষণপাড়ায় কাপ্তাই হৃদে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান তিনি।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর এ তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো দায়িত্বশীল সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।